আগামীকালই বিদেশে যাবেন প্রধান বিচারপতি এস কে সিনহা- এমনটি জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মন্ত্রী আরও জানান, ছুটি কাটিয়ে আগামী ১০ নভেম্বর দেশে ফিরবেন এস কে সিনহা।
আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি যা চেয়েছেন তাই নতুন প্রজ্ঞাপনে প্রতিস্থাপিত করা হয়েছে।
এর আগে আজ সকালে প্রধান বিচারপতি ছুটির বিষয়ে অনাপত্তিপত্র ও প্রজ্ঞাপন জারি করে সরকার। তাতে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩০ দিনের ছুটির সাথে প্রধান বিচারপতির বিদেশে অবস্থানকালীন সময় ২ থেকে ১০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়।
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ছুটি ভোগ করবেন। এস কে সিনহার বর্ধিত ছুটির সময়ে বিদেশে অবস্থানকালীন সময় ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পুনরায় যোগ না দেয়া পর্যন্ত প্রবীণতম বিচারক মো: আব্দুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে বলা হয় প্রজ্ঞাপনে।
Leave a reply