ভারতের পুনেতে হেলিকপ্টার বিধ্বস্ত

|

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ অন্তত চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর, এনডিটিভির।

প্রতিবেদন মতে, শনিবার (২৪ আগস্ট) সকালে হেলিকপ্টারটি মুম্বাইয়ের জুহু থেকে তেলেঙ্গানার হায়দারাবাদে যাচ্ছিল। পথে পুনের পৌরি এলাকায় এটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ক্যামেরায় ধরে পড়ে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হেলিকপ্টারটি পৌরি এলাকার আকাশে চক্কর দিচ্ছে এবং হঠাৎ করেই সজোরে মাটিতে পড়ে বিধ্বস্ত হয়।

এর আগে, গত মে মাসে শিবসেনা নেতা সুষমা আন্ধারেকে নিতে আসা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই সময় বেঁচে যান পাইলট ও তাঁর সহকারী।

প্রসঙ্গত, প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চলের পুনে ও সাতারার বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া অফিস।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply