সাকিবের জোড়া আঘাত, রাওয়ালপিন্ডি টেস্টে ‘ভালো’ অবস্থানে টাইগাররা

|

জমে উঠেছে রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের খেলা। ২৩ রানে ১ উইকেট হারানো পাকিস্তান পঞ্চম দিনের প্রথম সেশনেই হারিয়েছে ৫ উইকেট। হাসান মাহমুদ ও নাহিদ রানার পর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হেনেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের দুই উইকেটের পর মেহেদী মিরাজ পেয়েছেন একটি উইকেট।

প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নেয়া বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে কত রানের লক্ষ্য দেবে পাকিস্তান, সেটি অবশ্য আন্দাজ করা যাচ্ছে। শান্তর দলকে খুব একটা বেশি টার্গেট না দেবার সম্ভাবনাই যেনো উঁকি দিচ্ছে স্বাগতিক ব্যাটারদের ব্যাটে।

ইনিংসের ২৬ ও ৩২তম ওভারের শেষ বলে দুজনকে সাজঘরে ফেরান সাকিব। শূন্য রানে লিটনের হাতে ক্যাচ তুলে দেন সউদ শাকিল। অপরদিকে, ওপেনার আব্দুল্লাহ শফিককে সাদমানের ক্যাচে পরিনত করেন তিনি। এই দুই উইকেটের পরেই মূলত পাকিস্তানের টপ অর্ডারের ইতি ঘটে। তাদের দলীয় স্কোর তখন ৫ উইকেট হারিয়ে ১০৪ রান।

সাকিবের জোড়া আঘাতের পর আগা সালমানকে শূন্য রানে ফেরান মেহেদী মিরাজ। প্রথম সেশনে খেলা হয়েছে ২৬ ওভার। প্রথম সেশনে স্কোরবোর্ডে ৮৫ রান যোগ করতে স্বাগতিকরা হারিয়েছে ৫ উইকেট।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply