পুলিশের গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

|

পুলিশের গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন। যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) । রোববার (২৫ আগস্ট) পুলিশ হেডকোয়াটার্সে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কারের মাধ্যমে পুলিশকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ নেয়া হয়েছে। কাজের মাধ্যমে পুলিশকে জনবান্ধব হতে হবে। দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃংখল বাহিনী। শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে এখানে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

এ সময় আইজিপি মো. ময়নুল ইসলাম পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানান। এছাড়া, সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ধরণের প্রস্তাবও তুলে ধরেন।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply