‘পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলে সফল অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ’

|

পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলে সফল অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ। এমন দাবি গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহর। সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার, ইসরায়েলে অভিযানের ১২ ঘণ্টা পর কথা বলেন তিনি। তেল আবিব থেকে দেড় কিলোমিটার উত্তরে সামরিক গোয়েন্দা ঘাঁটি তাদের মূল লক্ষ্য ছিল বলে জানান। বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও দাবি করেন তিনি।

পরবর্তী সিদ্ধান্তের আগে ইসরায়েলে চালানো অভিযানের প্রভাব খতিয়ে দেখবে হিজবুল্লাহ বলেও জানান তিনি। লেবাননের সশস্ত্র সংগঠনটির পরিকল্পনা অনুমান করে আগাম অভিযান চালিয়ে বড় ধরণের হামলা ঠেকিয়েছে ইসরায়েল, এমন দাবি অস্বীকার করেছেন নাসরাল্লাহ।

রোববার, ইসরায়েলের ১১০ কিলোমিটার ভেতরে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এছাড়াও ছোড়া হয়েছে ৩ শতাধিক কাতিয়ুশা রকেট। প্রসঙ্গত, গত ১০ মাসে এটিই ইসরায়েলের সবচেয়ে ভেতরে হামলার ঘটনা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply