সাকিব কেবল খেলার কথাই ভাবে: ফাহিম

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে ‘হত্যা মামলা’ নিয়ে খেলতে নেমে সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ নাজমুল আবেদীন ফাহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই পরিচালক সাকিবকে বলছেন, ‘টপ অ্যাথলেট’।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মূল নায়ক না হলেও পার্শ্বনায়ক নিঃসন্দেহেই সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ধসের মূল কারিগর তিনিই। তিন উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন। ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টরিকে। টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাকিবের।

সোমবার (২৬ আগস্ট) স্বাভাবিকভাবেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের মামলার বিষয় হতে তার পারফরম্যান্সের বিষয়টিও উঠে আসে। সেখানে বাঁহাতি এই স্পিনারের মানসিকতার প্রশংসা করেছেন ফাহিম। তবে মামলার বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতেই বলেন, ‘নেক্সট।’

এরপর সাকিবের শক্ত মানসিকতা প্রসঙ্গে ফাহিম বলেন, (সাকিব) মানসিকভাবে শক্ত সেটা বলবো না। আমি বলবো, টপ অ্যাথলেট যারা, যেকোনো স্পোর্টস বা যেকোনো দেশেরই হোক তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা কেবল খেলার কথাই ভাবে। ওভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে।

তিনি যোগ করে বলেন, সাকিবের ক্ষেত্রেও তাই। ওকে যখন বল দেয়া হয় ওর অন্য কোনো চিন্তা থাকে না। ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে। কোথায় বল করবে, কি হতে পারে। বাইরের কোনো চিন্তা আসে না। অন্য সময় আসতে পারে। কিন্তু বল যখন হাতে পায় তখন অন্য কিছু মাথায় কাজ করে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করছে। আমাদের অনেক খেলোয়াড়কে দেখে বিভিন্ন ঘটনা সমালোচনা ওদেরকে ওদের ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না,’ যোগ করেন ফাহিম।

এক সময়ের সাকিবের শিক্ষক হলেও এখন বিসিবি পরিচালক ফাহিম। পুরনো শিষ্যর সঙ্গে কোনো আলাপ হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন,, ওর সঙ্গে তো আমার দুইটা রোল আছে। বোর্ড পরিচালক হিসেবে আমি তার সাথে কথা বলিনি। তবে ওর মেন্টর তথা কোচ হিসেবে কথা হয়েছে। ওর পারফর্মেন্স নিয়ে কথা হয়েছে। এটাই আমার রোল ছিল। বোর্ড পরিচালক হিসেবে কোনো কথা হয়নি।

পাশাপাশি সাকিবের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন এই বিসিবি পরিচালক। তিনি বলেন, সাকিব যখন বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে বোলিং করে তখন কিন্তু স্বস্তি অনুভব করে না। কালকে (রোববার) সেটা দেখিনি কিন্তু। একজন প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সেভাবে সে বোলিং করেছে। বোলিংয়ে তার নিজের ওপর যে আস্থা আছে সেটা নিয়ে কিন্তু বোলিং করেছে। ডানহাতি বামহাতি সব ধরনের প্রস্তুতিতে। এবং মনে হয়েছে যখনই তাকে বল দেয়া হয়েছে উইকেট নেয়ার জন্য বোলিং করছে সে।

বিসিবি পরিচালক বলেন, (সাকিব) অন্য বোলারদের সঙ্গে আলাপ করছিলো। মিরাজকে আইডিয়া দিচ্ছিল। টোটাল ইনভলমেন্ট ছিল। ও (সাকিব) নিজেও উপভোগ করেছে বোলিং। বোলিং কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল। আমার মনে হয় এখানে ও সন্তুষ্টি পেয়েছে। সামনে যদি ও সুযোগ পায় তাহলে সেটা কাজে আসবে।

রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশের জয়কে দলীয় পারফরম্যান্সের ফলও বলছেন তিনি। সেই সাথে মাঠে টাইগারদের পারফরম্যান্স দেখে ড্রেসিং রুমের পরিবেশকে খুব ভালো মনে হয়েছে ফাহিমের। এ প্রসঙ্গে তিনি বলেন,

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply