জয় দিয়ে শুরু জোকোভিচের, ছুঁলেন ফেদেরারের রেকর্ড

|

ছবি: সংগৃহীত

ইউএস ওপেনের শুরুটা জয় দিয়ে করলেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়েছেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।

এই জয়ে রজার ফেদেরারের রেকর্ডে ভাগ বসালেন জোকোভিচ। ইউএস ওপেনে এর আগে সর্বোচ্চ ৮৯টি জয় পেয়েছিলেন ফেদেরার। আজ ১৩৮ র‍্যাঙ্কের আলবোতের বিপক্ষে জয়ের মাধ্যমে সেই স্পর্শ করলেন জোকোভিচ।

প্যারিস অলিম্পিকে সোনা জেতার পর আজই প্রথম মাঠে নামলেন জোকোভিচ। চলতি বছরের এই অলিম্পিকে পুরুষদের একক টেনিস ইভেন্টের ফাইনালে আলকারেজকে হারিয়ে প্রথমবারের মতো সোনা জিতেছিলেন তিনি।

চলতি বছর এখনো কোনো গ্রান্ডস্লাম জিততে পারেননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে হেরেছিলেন তিনি। কিন্তু ইউএস ওপেনের প্রথম ধাপ এত সহজে পেরিয়ে যাবেন, তা ভাবেননি সর্বকালের সেরা টেনিস তারকা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে ১ম রাউন্ডের ম্যাচে মলদোভার রাদু আলবোতকে প্রথম সেটে দাপট দেখিয়ে ৬-২ গেমে হারান। দ্বিতীয় সেটেও জয় পান একই ব্যবধানে। তৃতীয় সেটে লড়াই হলেও ঠিকই ৬-৪ গেমের জয় তুলে নেন জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের প্রতিপক্ষ তার স্বদেশি বন্ধু লাসলো দিয়েরে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply