পশ্চিম তীরে ইসরায়েলি বর্বরতায় উঠেছে নিন্দার ঝড়

|

জেনিন তুলকারেম ও তুবাসের শরণার্থী শিবিরে তেল আবিবের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অবিলম্বে হামলা বন্ধের দাবিও জানিয়েছেন তিনি। এছাড়াও, আহতদের চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। খবর জাতিসংঘের ওয়েবসাইটের।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর এমন আগ্রাসনকে বেআইনি আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নও। তাদের অভিযোগ, ইসরায়েল গাজা যুদ্ধকে পশ্চীম তীর পর্যন্ত বিস্তৃত করতে চায়।

তুরস্ক ভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা করেছে মিসর ও জর্ডান। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে ‘ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে সংঘর্ষের সম্প্রসারণ’ হিসেবে দেখছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। গত বছরের শুরু থেকে পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়েছে।

গত বুধবার (২৮ আগস্ট) বিগত ২ দশকের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে পশ্চিম তীরে। যাতে প্রাণ গেছে অন্তত ১১ ফিলিস্তিনির।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply