দেড় যুগের মধ্যে সবচেয়ে দ্রুত সময়ে ইউএস ওপেন থেকে বিদায় নিলেন জোকোভিচ

|

হারের পর হতাশ জোকোভিচ

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের স্বপ্নে আবারও ধাক্কা খেলেন নোভাক জোকোভিচ। ইউএস ওপেনে ছেলেদের এককের তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনের কাছে হেরে বিদায় নিয়েছেন এই সার্বিয়ান। র‌্যাঙ্কিংয়ে ২৮তম পপিরিনের কাছে ৩-১ সেটে হারেন জোকোভিচ।

বছরের শেষ এ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে সবশেষ ২০০৬ সালে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিযোগিতাটির ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। ২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়ার পর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এবারই দ্রুততম সময়ে বিদায় নিলেন ছেলেদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় শীর্ষ এই তারকা।

২০০২ সালের পর ২০২৪ সালই হবে প্রথম বছর, যে বছরে টেনিসের ‘বিগ থ্রি’র কাউকে ছাড়া হবে গ্র্যান্ড স্লামের ফাইনাল। এ বছর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনজয়ী তৃতীয় বাছাই কার্লোস আলকারাজও দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply