সাতক্ষীরায় লুট হওয়া অস্ত্র-গুলি পাওয়া গেলো রান্নাঘরে

|

সাতক্ষীরা করেসপনডেন্ট:

শেখ হাসিনা সরকার পতনের পর ওইদিন সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র রান্নাঘর থেকে উদ্ধার করেছে র‍্যাব। শনিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের সুলতানপুর এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, আট রাউন্ড এইচ এমএম গুলি, ১৫ রাউন্ড ৭.৬৫ গুলি ও দু’টি পুড়িয়ে দেয়া বাইকের ধ্বংসাবশেষ।

এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সুলতানপুর এলাকার আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।

সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, গোপন খবরে ফরহাদ হোসনের বসতভিটার রান্নাঘরে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply