কর্মবিরতি স্থগিত, সব মেডিকেলে চিকিৎসা সেবা শুরু

|

কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে কাজে ফিরেছেন চিকিৎসকরা। দেশের সকল মেডিকেলে শুরু হয়েছে সবধরনের সেবা। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার শর্তে চিকিৎসকরা কাজে ফিরে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তায় শুরু হয়ে সেবা কার্যক্রম।

এর আগে কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা, এমন ঘোষণা এসেছিল। পরে চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসও দেন স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, এরইমধ্যে চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে দুই প্ল্যাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার এমন ঘোষণার কিছুক্ষণ পরই আবার ব্রিফ করেন আন্দোলনরত চিকিৎসকরা। তারা আরও দাবি জানিয়ে বসেন। বলেন, প্রতি চিকিৎসকের সঙ্গে একজন করে পুলিশ বা আর্মি না থাকলে জরুরি সেবায় তারা ফিরবেন না। এছাড়া, সাত দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইনের দাবিও জানান তারা। তবে রাত আটটা থেকে জরুরি বিভাগের স্বাভাবিক কার্যক্রম শুরু করেন চিকিৎসকরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply