হিমু পরিবহনের জুবায়ের কবির তুষার মারা গেছেন

|

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অমর সৃষ্টি হিমু। এই সৃষ্ট চরিত্রটিকে ভালোবেসে কয়েকজন তরুণ চালু করেন ‘হিমু পরিবহন’। যার সদস্যরা নিজেদের পরিচয় দেন ‘হেলপার’ হিসেবে। সেই হিমু পরিবহনের অন্যতম প্রধান হেলপার জুবায়ের কবির তুষার মারা গেছেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তুষারের ভাগ্নে সাদমান শাহরিয়ার জানান, রোববার দিবাগত রাতে পেটের ব্যথা নিয়ে তুষার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন এবং ভোরে হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ১১টায় পরিস্থিতি অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছে, তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, লেবাননের বাংলাদেশ দূতাবাসে কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন জুবায়ের কবির তুষার। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হিমু পরিবহনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তিনি। কুষ্টিয়ার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তুষার। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply