‘যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ছিল হামাস কিন্তু বাস্তবায়িত হতে দেয়নি নেতানিয়াহু’

|

ইসরায়েলের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ছিল হামাস, কিন্তু তা বাস্তবায়িত হতে দেয়নি নেতানিয়াহু। এমন অভিযোগ তুলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা খালিল আল হায়া।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির আশায় তেল আবিবের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল হামাস। কিন্তু তাতে একের পর এক নতুন শর্তারোপ করতে থাকে নেতানিয়াহু প্রশাসন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে হামাস নেতা বলেন, মধ্যস্থতায় কমতি ছিল ওয়াশিংটনের। দ্বিচারিতা করেছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতি চুক্তি চাইলেও ইসরায়েলিদের চাপ দেয়নি তারা।

উল্লেখ্য, গত মে মাসে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হয় এই চুক্তি প্রস্তাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply