লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন দানি সেবায়োস

|

ছবি: সংগৃহীত

মৌসুম শুরু হতে না হতেই চোটে পড়লেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার দানি সেবায়োস। গতকাল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে এই চোট পান তিনি। যে কারণে লম্বা সময়ের জন্য দেখা যাবে না তাকে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ৬ থেকে ৮ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে সেবায়োসকে।

চলতি মৌসুমে রিয়ালের খেলা পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে সুযোগ পান সেবায়োস। আতালান্তার বিপক্ষে ২-০ গোলে জেতা উয়েফা সুপার কাপের ম্যাচে তাকে মোটে এক মিনিট খেলান কোচ কার্লো আনচেলত্তি। পরে লা লিগায় রিয়াল ভায়াদলিদ ম্যাচে সুযোগ পান পাঁচ মিনিট খেলার। ম্যাচটি ৩-০ গোলে জিতেছিল রিয়াল।

সবশেষ রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে জেতা রোববারের ম্যাচে সেবায়োসকে শুরুর একাদশে রাখেন আনচেলত্তি। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াল সোমবার জানায়, ডান পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে ২৮ বছর বয়সী সেবায়োসর। লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি।

২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের চোট রিয়ালের জন্য বড় ধাক্কার। কারণ ইতোমধ্যে নিয়মিত একাদশের দুই মিডফিল্ডারকে চোটের কারণে এদুয়ার্দো কামাভিঙ্গা ও জুড বেলিংহ্যামকে পাচ্ছে না লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। গতকাল ডান টিবিয়ার চোট নিয়ে মাঠ ছেড়েছেন ফাঁরলা মেন্ডিও। 

/আরআইএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply