ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দীলিপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দিলীপ আগরওয়ালার গুলশানের অফিসটি ঘিরে রাখে র্যাব সদস্যরা। এরপর সেখানে অভিযান শুরু করে র্যাব।
এদিকে মঙ্গলবার বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. আজাদ রহমান জানান, রাজধানীসহ বিভিন্ন জেলায় নামমাত্র শোরুম দিয়ে ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রির অভিযোগে আগারওয়ালার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে। স্বর্ণ-হিরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রসঙ্গত, প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো বলে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অভিযোগও উঠেছে।
/আরএইচ
Leave a reply