সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় গার্ড অব অনার প্রদান করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল । বিউগলে বাজানো হয় করুণ সুর।
শ্রদ্ধা নিবেদনের পর শিখা অনির্বাণ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন ড. ইউনূস। এর আগে, প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পৌঁছলে তিন বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগ পরিদর্শনে যান। সেখানে তিন বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
/এমএইচ
Leave a reply