লোটাস কামালের গুলশান ভবনে অভিযান

|

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের গুলশানে অবস্থিত ভবনের ১৪ ও ১৬ তলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর একটি দল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

লোটাস কামালের অফিসে প্রচুর পরিমাণ অবৈধ টাকা ও স্বর্ণালঙ্কার আছে, এমন সন্দেহে ভবনটি ঘেরাও করে শিক্ষার্থীরা। পরবর্তীতে যৌথবাহিনীর সঙ্গে দুদককের একটি দল রাত সাড়ে ১২টা থেকে ভবনের দুটি তলায় অভিযান চালায়।

প্রায় দেড় ঘন্টা অভিযান শেষে দুদককের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি ভল্ট পাওয়া গেলেও তাতে অবৈধ কোনো অর্থ কিংবা মালামাল পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো অভিযান শুরু করলে বেশ কিছু অর্থ জব্দ করা সম্ভব হতো।

এর আগে, বৃহস্পতিবার আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৮৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করে একরামুল হক মজুমদার নামের কুমিল্লার এক আইনজীবী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply