পেরুতে দাবানল, পুড়লো চল্লিশ একর বনভূমি

|

ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দেশটির এ্যানকাস অঞ্চল। খবর একাধিক গণমাধ্যমের।

কতৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে পুড়ে গেছে অঞ্চলটির প্রায় চল্লিশ একর বনভূমি। আশঙ্কা করা হচ্ছে, শিগগিরই আগুন ছড়িয়ে পড়বে জনবসতিতে। নিরাপদ স্থানে ছড়িয়ে নেয়া হয়েছে অঞ্চলটির বাসিন্দাদর। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গত কয়েক মাস ধরেই তীব্র খরার মধ্য দিয়ে যাচ্ছিলো দেশটি। তাই আগুন দিয়ে ফসলি জমির শুকনো আগাছা পরিষ্কার করছিলো স্থানীয়রা। কিন্তু বাতাসের তীব্রতায় সেই আগুন ছড়িয়ে পড়ে বনাঞ্চলে, যা রূপ নেয় ভয়াবহ দাবানলে।

উল্লেখ্য, চলতি বছর পেরুতে এ পর্যন্ত ২১টি দাবানলের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই হয়েছে মনুষ্যসৃষ্ট।

এদিকে, ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ব্রাজিলও। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাছ কাটতে গিয়ে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply