ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণান্ত্র পাঠাচ্ছে ব্রিটেন

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার ড্রোন ও বোমা হামলা ঠেকাতে ইউক্রেনে ৬৫০টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ব্রিটিশ সরকার। যার মূল্য ২১৩.১৩ মিলিয়ন ডলার। শুক্রবার (০৬ সেপ্টেম্বর ) ব্রিটেন সরকার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি জানান, চলতি বছরের শেষ নাগাদ কিয়েভের হাতে পৌঁছাবে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান থালেস এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরী করবে বলে জানানো হয়।

রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসে এসব স্বল্প পাল্লার এসব ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত কার্যকর মনে করা হচ্ছে। ৬ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল। ভূমি, জাহাজ এবং যুদ্ধবিমান থেকে এটি নিক্ষেপ করা যায়।

গত সোমবার রাশিয়া ইউক্রেনে ২০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ৭ জন নিহত এবং বিদ্যুৎ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply