এবার কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ করলেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের স্বজনেরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির কাছে জিম্মি থাকা ইসরায়েলি মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ইসরায়েলের রাজধানী তেলআবিবে রাতভর চলে এই বিক্ষোভ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজার হাজার ইসরায়েলি।
রাফার ভূগর্ভস্থ সুরঙ্গ থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধার করে আইডিএফ। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েছে ইসরায়েলের জনগণ। টানা তিন দিন ধরে চলছে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ। এ ঘটনায় নেতানিয়াহুকে দায়ি করেন তারা। অভিযোগ, বারবার উদ্যোগ নেয়ার পরও হামাসের সাথে সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। একারণেই জিম্মিদের হত্যা করছে হামাস। দ্রুত সমঝোতার মাধ্যমে জিম্মিদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।
উল্লেখ্য, গত নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ১০৫ জিম্মি মুক্তি পান। এর আগে আরও চার জনকে মুক্তি দিয়েছিল হামাস। আট জিম্মিকে সেনারা জীবিত অবস্থায় উদ্ধার করেছে। আরও ৩৭ জিম্মির মরদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হামাস সদস্য ভেবে গুলি করে হত্যা করে ইসরায়েল।
৭ অক্টোবর থেকে শুরু ইসরায়েলি প্রতিশোধমূলক হামলায় প্রায় ৪০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯৪ হাজার ২২৪। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু।
/আরআইএম
Leave a reply