রাজধানীতে মোটা চালের সংকট, দর বেড়েছে কেজিতে ৫ টাকা

|

ত্রাণ কার্যক্রমের কারণে রাজধানীতে হঠাৎ মোটা চালের সংকট দেখা দিয়েছে। এক সপ্তাহে দর বেড়েছে কেজিতে ৫ টাকা। তবে, মিনিকেট আর নাজিরশাইলের দাম আগের মতোই আছে।

এদিকে মাসের শুরু হওয়ায় আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর কারওয়ানবাজারে ছিলো ক্রেতাদের আনাগোনা। পুরো মাসের চাল একবারে কিনতে এসেছেন বহু মানুষ।

সেখানে মিনিকেট আর জিরাশাইলের চাহিদা বেশি। মানভেদে, কেজিতে গুনতে হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। তবে, মোটা চালের দামে স্বস্তি নেই।

ব্যবসায়ীদের দাবি, বন্যার কারনে হঠাৎ স্বর্ণা আর বি আর-২৮ চালের চাহিদা বেড়েছে।আউশের আবাদ কমায় তেমন যোগান নেই। এদিকে, উত্তরাঞ্চলে নতুনভাবে বেড়েছে সরু আর মাঝারি চালের দর।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply