কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ প্রাণহানির পর এখনও নিখোঁজ ৭০

|

কেনিয়ার একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৭০ জন। এরইমধ্যে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে, উদ্ধার অভিযান শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা কতৃপক্ষের। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিয়েরি অঞ্চলের হিলসাইড এন্দারাশা একাডেমিটিতে মোট শিক্ষার্থী সংখ্যা ৮২৪। এর মধ্যে ৩১৬ জন স্কুল ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে। যেখানে আগুন লেগেছে সেখানে ১৫৬ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে স্কুলের ছাত্রাবাসটিতে আগুন লাগে। দগ্ধ অবস্থায় অনেককে ভর্তি করা হয় হাসপাতালে। অনেক মরদেহ পুড়ে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply