১০ দিন জলখাবার ছাড়াই বেঁচে ছিলেন মা-ছেলে!

|

পানি ও খাবার ছাড়াই ১০ দিন পার করার পর এক সন্তানসহ মা’কে উদ্ধার করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার বুশল্যান্ডে ঘটে এ ঘটনা।

৪০ বছরের এক নারী ও তার ৯ বছর বয়সী সন্তানসহ সিডনী থেকে ২৪০ কি.মি দূরে অবস্থিত মাউন্ট রয়েল ন্যাশনাল পার্কে হাঁটতে বের হয়েছিলেন। হাঁটতে হাঁটতে একসময় পথ হারিয়ে ফেলে তারা।

তাদের খুঁজে না পেয়ে গত ২ অক্টোবর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়। চেষ্টা করেও তাদের কোনো হদিস পাওয়া যায়নি। চার দিন আগে পার্কের পাশে তাদের গাড়িটির সন্ধান পায় পুলিশ। উদ্ধারের জন্য শুরু হয় খোঁজাখুঁজি।

অবশেষে হারিয়ে যাবার ১০ দিন পর তাদের উদ্ধার করা হয়। এসময় তারা গাছের পাতা দ্বারা পানি সংগ্রহ করার চেষ্টা করছিল।
একে অপরের গা থেকে জোঁক ও এটেল পোকা ছাড়াইতে ব্যস্ত ছিলো। গাছে গাছে ঘাস বেধে কোথায় আছে তা চিহ্নিত করেছিলো।

উদ্ধারকারীরা জানান, জায়গাটি উদ্ধার কাজ চালানোর জন্য খুব দুর্গম ছিলো, ঢাল আর ঘন ঝোপঝাড়ে বেষ্টিত ছিলো। তাদের সুস্থ অবস্থায় উদ্ধার করা গেছে এটাই খুশির সংবাদ। নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিবিজেড/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply