লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩ 

|

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শনিবার (৭ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় তিনজন জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছে। নাবাতিয়ে জেলার ফ্রুন শহরে কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। গত ১২ ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স টিমকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো এই হামলা হলো বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহের সহযোগী শিয়া গোষ্ঠী আমাল মুভমেন্টের সন্ত্রাসীদের নিঃশেষ করতে এই হামলা হয়েছে। আমাল মুভমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তাদের দুইজন সদস্য নিহত হয়েছে।

উল্লেখ্য, এই হামলার নিন্দা জানিয়েছে লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবিকতার বিরুদ্ধে ভয়ানক আগ্রাসন বলে উল্লেখ করেছেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply