বয়সসীমা ৩৫ করার দাবিতে আজও শাহবাগে চাকরিপ্রত্যাশীরা

|

সরকারি চাকরিতে বয়সীমা ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, বিশ্বের ১৬০ টিরও বেশি দেশে বয়সসীমা ৩৫ এর বেশি; তাই দেশে চলমান বয়সসীমা তুলে নেয়ার আহ্বান জানান তারা।

রোববার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষার্থীরা। তারা বলেন, সরকার সবার জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতে পারবে না। তবে সবাইকে সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে পারেন বলে জানান তারা।

স্বৈরাচার আওয়ামী লীগকে হঠাতে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নিলেও ছাত্রদের এই সরকার খোঁজ-খবর না নেয়ায় দুঃখ প্রকাশ করেন। চাকরিতে বয়সের এই সীমা তুলে নিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। পূর্বের সরকারের মতো ক্ষমতায় গিয়ে স্বেচ্ছাচারী না হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply