২০২৬ সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

|

আগামী ২০২৬ সালের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পারস্পরিক সম্মতিতে একমত হয়েছে দেশ দুটি। তবে এ বিষয়ে তাদের মধ্যে এখনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে প্রায় ২৫শ’ এবং সিরিয়ায় ৯শ’ মার্কিন সেনা আছে। বাহিনী থেকে তাদেরকে প্রত্যাহার নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কবে নাগাদ তাদেরকে প্রত্যাহার করা হবে তা ঘোষণা করা হয়নি। 

চুক্তিতে বলা হয়েছে, শত শত মার্কিন সেনারা আগামী বছরের সেপ্টেম্বর থেকে ইরাক ত্যাগ করা শুরু করবে। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সেনা প্রত্যাহারের জন্য দুই বছর যথেষ্ট সময় নয়। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply