দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের ৪২ জন সভাপতিকে একসঙ্গে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তালিকায় আছে আরচ্যারি, শ্যুটিং ও অ্যাথলেটিকসের মত ফেডাররেশনের নাম।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ে বিদ্যমান ৪২টি ফেডারেশন ও এসোসিয়েশনের সভাপতিকে অব্যাহতি ঘোষণা করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই অব্যাহতি প্রদান করলো।
প্রসঙ্গত, ফুটবল ও ক্রিকেট বাদে দেশের অন্য সকল ফেডারেশনের সভাপতি সরকার থেকে মনোনয়ন পায়। এর আগে দাবা ও কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
/এমএইচ
Leave a reply