ড. ইউনূসের সঙ্গে অর্থনৈতিক সংলাপ করবে যুক্তরাষ্ট্র

|

বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রফতানিকারক দেশ বাংলাদেশের অর্থনীতিকে চাঙা করতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। আর তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সংলাপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের এক বৈঠক। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এটিই দুই দেশের সরকারের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের সংলাপ। বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মার্কিন অর্থ বিভাগের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও থাকতে পারেন দেশটির পররাষ্ট্র বিভাগ, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা।

সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। পাশাপাশি মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply