কাউন্টিতে ফের বল হাতে দুর্দান্ত সাকিব

|

এক যুগ পর কাউন্টি ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। সারে ক্লাবের হয়ে সমারসেটের বিপক্ষে বল হাতে প্রথম ইনিংসে দারুণ করেছেন সাকিব। দলের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

প্রথম ইনিংসে সমারসেট অলআউট হয় ৩১৭ রানে। সাকিব একাই সাজঘরে ফেরান প্রতিপক্ষের চার ব্যাটারকে। প্রথম ইনিংসে সমারসেটের ৩১৭ রানের জবাবে ৩২১ রানে থামে সারে’র ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সমারসেট।

অপরদিকে, দ্বিতীয় ইনিংসে সমারসেটের প্রথম উইকেটটিই তুলে নেন সাকিব। ওপেনার আর্চি ভনকে বোল্ড করেন তিনি। সাকিবের বলে বিভ্রান্ত ভন আউট হন মাত্র তিন রান করে। টপ অর্ডারের আরেক ব্যাটার টম অ্যাবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। প্রথম ইনিংসেও অ্যাবেলকে তুলে নিয়েছিলেন তিনি। চা বিরতির আগ পর্যন্ত ১০ ওভারে ৩৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব। দুটি উইকেটই গুরুত্বপূর্ণ। যাতে, চাপে পড়েছে সমারসেট। স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই ৫ ব্যাটারকে হারিয়েছে তারা। ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব। মাত্র ১২ রান করে ফিরতি ক্যাচ দেন জ্যাক লিচকে।

উল্লেখ্য, চলমান ম্যাচের ভেন্যু টন্টনের একই মাঠে পাঁচ বছর আগে অবশ্য সেঞ্চুরি করেছিলেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে টন্টনের কাউন্টি গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অঙ্কের রানের দেখা পেয়েছিলেন সাকিব।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply