ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের আরোপ করা নিষেধাজ্ঞা কোনো সংকটের সমাধান করবে না। বরং এমন পদক্ষেপ নতুন সমস্যার অংশ। বুধবার (১১ সেপ্টেম্বর) এক্সবার্তায় এমন মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
আবারও দাবি করেন, রাশিয়াকে ব্যালেস্টিক মিসাইল দেয়নি ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপের তিন দেশের গোয়েন্দা তথ্য ত্রুটিপূর্ণ ও ভিত্তিহীন বলেও দাবি করেন আব্বাস আরাকচি।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে রাশিয়াকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ তোলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, মস্কোকে ফাথ থ্রি সিক্সটি পাঠিয়েছে তেহরান। যা শিগগিরই ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে রণক্ষেত্রে। এরই জেরে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় মিত্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স।
পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয় তেহরানও। ইরানের কাছ থেকে মিসাইল পাওয়ার খবর অস্বীকার করেছে মস্কোও।
/আরআইএম
Leave a reply