প্রলয়ঙ্করী হারিকেন ফ্রানসিনের আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার উপকূলীয় এলাকা। বুধবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে লুইজিয়ানা উপকূলে আঘাত হানে ক্যাটাগরি টু হারিকেন। খবর বার্তা সংস্থা এপির।
১৫৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস হয় অঞ্চলটিতে। ঝড়ের প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২ লাখ বাসিন্দা। ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের শঙ্কা আবহাওয়া বিভাগের। জারি করেছে বন্যা সতর্কতা।
নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। উদ্ধারকাজে নিয়োগ করা হয়েছে ৪০০ নৌযান ও ৫০টি হেলিকপ্টার। খাবার, পানির ব্যবস্থাসহ প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় শিবির।
/এএম
Leave a reply