দীর্ঘ ১ যুগের বিরতি দিয়ে ইংলিশ ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। কাউন্টি দল সারের হয়ে ম্যাচ খেলতে নেমে বল হাতে রীতিমতো উত্তাপ ছড়িয়েছেন এ টাইগার অলরাউন্ডার। দলের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও তার স্পিন বিষে নীল হয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটাররা। সারের হয়ে দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ফাইফার। দুই ইনিংস মিলিয়ে নিজের ঝুলিতে পুরেছেন ৯টি উইকেট। তার দলের চোখে এখন ম্যাচ জয়ের হাতছানিও।
তৃতীয় দিনের শেষে সাকিব দ্বিতীয় ইনিংসের ২৫ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। এরপর ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও। শেষ দিনে এসে পেলেন টম ব্যান্টনের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে সমারসেটের হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্যান্টন। আজ তাকে বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসান। পূর্ণ করলেন ৫ উইকেট।
উল্লেখ্য, তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে আরও ৩০ রান। শেষদিনে বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে জয়ের লক্ষ্য এখন ২২১ রান।
/এমএইচআর
Leave a reply