প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন বৃটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। বৃহস্পতিবার, রাজধানী ওয়াশিংটনে পৌঁছান তরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট বাইডেনের সাথে। দুই নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হবে তা জানিয়ে গেলো শুক্রবার এক বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউজ।
আলোচনায় দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি গুরুত্ব পাবে বৈশ্বিক নানা ইস্যু। বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে কীভাবে সাহায্য করা যেতে পারে তা হবে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া, গাজা ইস্যু ও লোহিত সাগরে নিরাপত্তা নিয়েও আলোচনা হবে বৈঠকে।
/আরআইএম
Leave a reply