আর্সেনাল ক্লাবের সঙ্গে চুক্তি বাড়িয়েছেন স্প্যানিশ কোচ মিকেল আর্তেতা। ২০২৭ সাল পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নতুন চুক্তির কথা জানায় ক্লাব কর্তৃপক্ষ। চলতি মৌসুমের পরই ৪২ বছর বয়সী আর্তেতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল আর্সেনালের।
আরও লম্বা সময়ের জন্য ইংলিশ ক্লাবটিতে থাকার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আর্তেতা। এই স্প্যানিয়ার্ড বলেন, আমি অত্যন্ত গর্বিত, খুবই রোমাঞ্চিত এবং সামনের সময়ের জন্য উন্মুখ হয়ে আছি। আমি যেখানে আছি এবং ক্লাবের সবার সঙ্গে আমার যে সম্পর্ক রয়েছে, তার জন্য আমি গর্বিত।
আর্তেতার কোচিংয়ে দারুণ ছন্দে আছে দল। গেল দুই মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় আর্সেনাল। এবারও শুরুটা খারাপ হয়নি তাদের। ৩ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে চারে গানাররা। তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি, দুইয়ে লিভারপুল। আর্সেনালের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে তিনে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী রোববার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের লিগে লড়াই শুরু করবে আর্সেনাল। চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগে গতবারের ইউরোপা লিগ জয়ী আতালান্তার মুখোমুখি হবে আর্তেতার দল। এরপর আগামী ২২ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। তিনটি ম্যাচই তারা খেলবে প্রতিপক্ষের মাঠে।
/আরআইএম
Leave a reply