বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবায় নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করেছে রাজধানীর প্রশান্তি হাসপাতাল লিমিটেড। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী নোয়াখালীর কবিরহাটের ভুঁঞারহাট হাই স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন মা ও শিশু চিকিৎসা, মেডিসিন সেবা, নাক, কান, গলা, চর্মরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং পেইনের চিকিৎসা প্রদান করা হয়। এই ক্যাম্পে এক হাজারের অধিক বন্যার্তকে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন ওষুধ প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পেইন, আইসিইউ ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ এবং বিভাগীয় প্রধান ডা. এসএমএ আলীম, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিপাকতন্ত্র ও লিভার বিভাগের প্রধান ও সিনিয়র কনসালটেন্ট ডা. মেহেদী হাসান, শহীদ সোহয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং নিউরোসার্জন ও স্পাইন সার্জন ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, এনটি স্পেশালিস্ট এবং হেড-নেক সার্জন ডা. মো. রাসেল-উজ-জামান, ডা. রিফাত রেজুয়ানা জিশা ও ডা. শরিফা আক্তার মিতা। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দিল আফরোজা খাতুন (শিমু)।
জানা যায়, এই মেডিকেল ক্যাম্পে ১৫ জন নার্স এবং স্বাস্থ্যকর্মী অংশ নেন। এছাড়া স্থানীয় ৩০ জন স্বেচ্ছাসেবী এই কর্মসূচিতে সহযোগিতা করেন। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালনা করার কথা ছিল। তবে স্থানীয় ভুক্তভোগীদের উপচেপড়া ভিড় থাকায় সন্ধ্যার পরও মেডিকেল ক্যাম্প চলমান ছিল।
এ বিষয়ে ডা. এসএমএ আলীম বলেন, বন্যাদুর্গত এসব এলাকার অবস্থা ভয়াবহ। এই অবস্থায় স্বাস্থ্যসেবা দেয়া খুবই কঠিন। এখানে যারা আসছে সেবা নিতে তাদের অধিকাংশই চর্মরোগে ভুগছেন। এ সময় তিনি সবাই বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
/এনকে
Leave a reply