গত বিপিএলটা বেশ ভালোই গেছে আলিস ইসলামের; যাকে বলে সুযোগের সদ্ব্যবহার? ড্রাফটের বাইরে থেকে কুমিল্লায় সুযোগ পেয়ে সেটাই করেছিলেন বাংলাদেশের প্রথম মিস্ট্রি স্পিনার। সেটার পুরস্কারস্বরুপ ডাক পান শ্রীলঙ্কা সিরিজে। হাতছানি দিচ্ছিল বিশ্বকাপ।
কিন্তু ইনজুরি তো আর বলে-কয়ে আসে না, আলিসের বেলায়ও আসেনি। আঙুলের চোটে সুযোগ পেয়েও মিস করেছেন শ্রীলঙ্কা সিরিজ; শুধু তাই না, সেই চোট কাটিয়ে মাঠে ফিরতে ফিরতে এই মিস্ট্রি স্পিনারের লেগে গেছে ছয় মাস।
বিপিএলে ইনজুরিতে পড়া আলিস মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ায় এইচপি দলের হয়ে পারফর্ম করে। টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার মতো স্পিনবিরুদ্ধ কন্ডিশনে সাতের কম ইকোনমিতে ৪ ম্যাচে চার উইকেট নিয়ে আবারও জাতীয় দলের আলোচনায় আলিস; ভারত সিরিজে সুযোগ মিলবে কি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব-রিশাদ-মেহেদী বাদে স্কোয়াডে ছিলেন তানভীর ইসলাম; সেই তানভীর ইনজুরিতে থাকায় একটা স্পট এমনিতেই ফাঁকা। আলোচনা আছে সেই ফাঁকা জায়গায় আলিসকে নেয়া হতে পারে। সেক্ষেত্রে মিস্ট্রি স্পিন দিয়ে ভারতকে চমকে দেয়াও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ভারতে মিস্ট্রি স্পিনের রাজা সুনিল নারিনের সাফল্যের ব্যাপারটা তো সবারই জানা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বাংলাদেশের। তাই ছাব্বিশের বিশ্বকাপের পরিকল্পনা এখনই শুরু করতে হচ্ছে। পরবর্তী বিশ্বকাপের যৌথ আয়োজক আবার ভারত। ক্রিকেটারদের বাজিয়ে দেখার কাজটা এখনই শুরু করতে হবে সেই পরিকল্পনার অংশ হিসেবে আলিসও বিবেচনায় আসতে পারেন।
ঠিক এভাবেই আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপের এক বছর আগে থেকে স্কোয়াডে রেখে রিশাদকে প্রস্তুত করা হয়েছিল। আলিসকেও যদি এভাবে প্রস্তুত রাখা যায়, কে জানে ইন্ডিয়া-শ্রীলঙ্কার মাঠে ওয়ার্ল্ড ক্রিকেটের জন্যই আলিস হতে পারেন সারপ্রাইজ প্যাকেজ।
/এনকে
Leave a reply