ইংলিশ ফুটবলে আলোচিত দ্বৈরথগুলোর অন্যতম নর্থ লন্ডন ডার্বি। হাইভোল্টেজ এই ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গোলশূন্য প্রথমার্ধের পর চমৎকার হেডে গানারদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস। সেটিই গড়ে দেয় ম্যাচের ব্যবধান। টটেনহ্যামকে হারিয়ে জয়ের পথে ফিরলো আর্সেনাল।
রোববার (১৫ সেপ্টেম্বর) নিজেদের ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালকে আতিথ্য দেয় টটেনহ্যাম। এদিন চোটে পড়া মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড, ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু আর মিকেল মেরিনো এবং নিষেধাজ্ঞা থাকায় ডেকলান রাইসকে ছাড়াই একাদশ সাজায় মিকেল আর্তেতা। ম্যাচের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদল।
ম্যাচের ১৭তম মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ক্রসে কাই হাভার্টজের হেড ফেরান টটেনহ্যামের গোলরক্ষক গুইলেলমো ভিকারিও। পরের মিনিটে সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মার্টিনেল্লি। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোলরক্ষককে একা পেয়েও ডানপায়ের অতি দুর্বল শট অনায়াসে ঠেকান ইতালিয়ান গোলরক্ষক গুইলেলমো ভিকারিও।
ম্যাচের ৩৫ মিনিটে দু’দলের খেলোয়াড়দের উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে হাতাহাতিতেও জড়িয়ে যান কয়েকজন। ওই ঘটনায় অবশ্য হলুদ কার্ড দেখেন একজনই। তবে বিরতির আগে দুই দল মিলিয়ে হলুদ কার্ড দেখানো হয় সাতজনকে, যা প্রিমিয়ার লিগে প্রথমার্ধ যৌথভাবে সর্বোচ্চ। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি আর কেউ। ফলে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দু’দল
ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে। বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল মাথা ছুঁইয়ে জালে পাঠান গ্যাব্রিয়েল। ২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনালে যোগ দেয়ার পর থেকে প্রিমিয়ার লিগে মাগালিয়াইসের গোল হলো ১৫টি। এই সময়ে আর কোনো ডিফেন্ডার লিগে ১১টির বেশি গোল করতে পারেননি।
শেষ দিকে টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর হেড ঠেকিয়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন রায়া। ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠেছে আর্সেনাল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ৯ পয়েন্ট করে নিয়ে লিভারপুল তিনে ও অ্যাস্টন ভিলা চারে আছে। ৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে টটেনহ্যাম।
/আরআইএম
Leave a reply