চোটের কারণে ওয়ানডে সিরিজেও নেই বাটলার, অধিনায়ক ব্রুক

|

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে ব্রুককে ভারপ্রাপ্ত অধিনায়ক করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবারই প্রথম ব্রুক ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। বাটলারের অনুপস্থিতি ওয়ানডে দলে ফিরিয়েছেন লিয়াম লিভিংস্টোনকেও।

ডান কাফের চোটে জস বাটলার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও মিস করবেন। প্রথম দুই টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর লিয়াম লিভিংস্টোন ডাক পেলেন পঞ্চাশ ওভারের ফরম্যাটে।  এছাড়াও বাঁহাতি পেসার জশ হাল কোয়াড ইনজুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হওয়া হাল রঙিন পোশাকে নামার আগেই ছিটকে গেলেন। 

ব্রুক এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৫টি ওয়ানডে খেলেছেন। তাতেই ইংল্যান্ড তার মধ্যে ভবিষ্যত নেতাকে দেখতে পেয়েছে। এর আগে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষের টেস্ট সিরিজে তিনি অলি পোপের ডেপুটি ছিলেন। যেখানে ইংল্যান্ড ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।

ব্রুককে অধিনায়ক করার মধ্য দিয়ে ইংল্যান্ডের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক হলো। বেন স্টোকসের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পোপ হয়েছেন টেস্ট অধিনায়ক। অন্যদিকে বাটলারের পরিবর্তে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন ফিল সল্ট। এবার ওয়ানডেতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন ব্রুক।

বৃহস্পতিবার থেকে শুরু হবে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর হবে বাকি চারটি ম্যাচ।

ইংল্যান্ড স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি, জন টার্নার। 

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply