ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে বাংলাদেশ: গাভাস্কার

|

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিজেদের সামর্থ্যের বেশ বড় বার্তাই দিতে পেরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সিরিজের আগে নাজমুল হোসেন শান্তরা পাচ্ছে বেশ সমীহ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার যেমন বলছেন, ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে বাংলাদেশ।

ইন্ডিয়া টুডের খবর অনুসারে ভারতীয় গণমাধ্যম মিড-ডেতে নিজের লেখা কলামে বাংলাদেশকে প্রশংসায় ভাসান গাভাস্কার। সেই সঙ্গে বাংলাদেশ নিয়ে নিজ দেশের ক্রিকেটারদের বার্তা দেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বাংলাদেশকে হালকাভাবে না নেয়ার পরামর্শ দিয়ে গাভাস্কার বলেন, পাকিস্তানকে পাকিস্তানের মাঠে দুই টেস্টে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা গোনায় ধরার মতন শক্তি। এমনকি দুই বছর আগে ভারত যখন বাংলাদেশে গেল তখনো তারা শক্ত লড়াই করেছে।  এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ভারতের বিপক্ষেও লড়াই জমাতে পারে।

অতীতে ভারতকে চমকে দেয়ার রেকর্ড বাংলাদেশের আছে, তবে সেটা রঙিন পোশাকে। ২০০৭ সালের বিশ্বকাপ, ২০১২ এশিয়া কাপ এবং ২০১৫ ও ২০২২ সালে দ্বিপাক্ষিক সিরিজে ভারত হেরেছে তাদের কাছে। দুই বছর আগে ঢাকা টেস্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের আভাস পেয়েছিল। কিন্তু শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের নৈপুণ্যে সফরকারীরা জিতে যায়।

বাংলাদেশের তরুণ ও অভিজ্ঞতার মিশলে গড়ে ওঠা বাংলাদেশ দল নিয়েও কথা বলেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তিনি বলেছেন, তাদের খুব ভালো কিছু খেলোয়াড় আছে, কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছে যারা প্রতিপক্ষ নিয়ে ভয় পায় না। প্রত্যেক দলই তাদের সঙ্গে খেললে বুঝে যে তারা ছেড়ে কথা বলার মতো না। কদিন আগে পাকিস্তান সেটা টের পেয়েছে। নিশ্চয়ই এটা (বাংলাদেশ-ভারত) দেখার মতন সিরিজ হতে যাচ্ছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply