ঢাকায় এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু ১৯ সেপ্টেম্বর

|

পর্যটন শিল্পে গতি ফেরাতে আগামী ১৯ থেকে ২১ সপ্টেম্বর রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান এবং পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল।

তিনি বলেন, আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। এই ট্যুরিজম ফেয়ারে ১২০টি বুথে বাংলাদেশ, মালদ্বীপ, চায়না, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ শতাধিক পর্যটন সংস্থা অংশ নেয়ার কথা রয়েছে।

মেলায় আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার এবং হোটেল, রিসোর্ট বুকিংসহ বিভিন্ন ছাড়ের ব্যবস্থা রয়েছে। ট্যুরিজম ফেয়ারে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply