ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলে ওয়েইন রুনিকে ছাড়িয়ে গেলেন কেইন

|

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে দিনামো জাগরেব বিপক্ষে এক ম্যাচে ৯টি গোলের ইতিহাস গড়েছে বায়ার্ন মিউনিখ। অপরদিকে, বাভারিয়ানদের বিপক্ষে গোল শোধ করেছে মাত্র দু’টি। সব মিলিয়ে ১১ গোল! চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে ২য় সর্বোচ্চ গোল। 

গোল ফেস্টের রাতে হয়েছে অনেক রেকর্ড। পিছিয়ে থাকেননি ব্রিটিশ তারকা হ্যারি কেইন-ও। গড়েছেন রেকর্ড। এই স্ট্রাইকার একাই করেছেন ৪টি গোল। ফলে, চ্যাম্পিয়ন্স লিগে হ্যারি কেইনের গোলসংখ্যা হয়েছে মোট ৩৩টি।

৪৫ ম্যাচ খেলে এই গোলগুলো করেছেন এই ব্রিটিশ ফরোয়ার্ড। এর মাধ্যমে, তিনি ছাড়িয়ে গেছেন তারই ইংল্যান্ড সতীর্থ ওয়েন রুনিকে। তার গোল সংখ্যা ৩০টি। ফলে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ইংলিশ ফুটবলার এখন কেইন।

২০২৩ সালের দলবদলে, টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর থেকে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৩ গোল করলেন কেইন, যার ১২টি চ্যাম্পিয়নস লিগে।

এছাড়াও, চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে ছয় ম্যাচে আটটি গোল করলেন ৩১ বছর বয়সী এই ইংলিশ তারকা। আর জাতীয় দল ও ক্লাব মিলিয়ে গত তিন ম্যাচে তার গোলসংখ্যা ৯টি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply