সমাজতন্ত্র, গণতন্ত্র বা রাজতন্ত্র দিয়ে মানুষের কল্যাণ সাধিত হবে না। কল্যাণের জন্য ইসলামের শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিউমার্কেট থানা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
শায়েখে চরমোনাই বলেন, প্রতিটি মানুষ যেন অধিকার নিয়ে বাঁচতে পারে, এমন বাংলাদেশ চাই। জালেমের হাতে দেশ থাকে বলেই জুলুম বন্ধ হয় না। তিনি যোগ করেন, তাকওয়াভিত্তিক নেতা না এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না।
ফয়জুল করিম বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামের বাংলা দেখতে চাই। মা-বোনেরা ইসলামী শাসনকে ভয় পান উল্লেখ করে তিনি বলেন, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। অধিকার নিয়ে বাঁচতে পারবেন।
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির আরও বলেন, এ দেশের যে রাজনীতির চর্চা আর নেতাদের যে চরিত্র, তাতে করে শুধু ক্ষমতার বদল হবে, দুঃশাসন বন্ধ হবে না।
/এএম
Leave a reply