ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে দ্রুতই অভিযান: ঢাবি কর্তৃপক্ষ

|

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুতই অভিযান চালানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়, ক্যাম্পাস বহিরাগতমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুতই অভিযান পরিচালিত হবে। ফলে ক্যাম্পাসে অবস্থানের সময় প্রত্যেক শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

তাছাড়া বিজ্ঞপ্তিতে, যেসব শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখারও অনুরোধ করা হয়।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply