লেবাননে আবারও ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

|

লেবাননের বিভিন্ন স্থানে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত নয়জন প্রান হারিয়েছেন এবং ৩০০ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দেশটির একাধিক স্থানে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যোগাযোগযন্ত্রের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, একযোগে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধা এবং লেবাননের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি ও রেডিতেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার লেবাননজুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। টেলিযোগাযোগ যন্ত্রগুলোর এই বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। তাছাড়া, ২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হামলার সাথে ইসরায়েলের জড়িত থাকার অভিযোগও উঠেছে।

/আরএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply