ইরানের হ্যাকাররা রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরি করে ডেমোক্রেটিক পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিদের কাছে পাঠিয়েছিলেন। এমন অভিযোগ মার্কিন গোয়েন্দাদের।
বুধবার (১৮ সেপ্টেম্বর) এফবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার যৌথ বিবৃতিতে জানিয়েছে, জুনের শেষ দিক থেকে জুলাইয়ের শুরুর দিকে এ ধরণের তৎপরতা চালানো হয়। তখনও নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়াননি জো বাইডেন। চুরি করা তথ্য ইমেইলের মাধ্যমে পাঠানো হতো ডেমোক্র্যাটদের কাছে।
ট্রাম্প শিবিরের দাবি, এর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে, ডেমোক্র্যাটদের সহায়তায় নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় ইরান। বাইডেনের সহযোগীরা এ বিষয়ে আগে জানায়নি কেন আগে তা নিয়েও তোলা হয় প্রশ্ন। কমালার প্রচারণা টিমের দাবি, মেইলগুলো স্প্যাম আকারে ছিল। এবং সেগুলোর ভেতরে কী ছিল জানা নেই তাদের। এ বিষয়ে গোয়েন্দাদের অবহিত করা হয়েছিল বলেও জানান তারা।
রয়টার্স জানায়, এর আগেও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ করা হয়েছিল। কিন্তু তেহরান তখন তা অস্বীকার করেছিল।
বুধবারের নতুন দাবির পর নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের প্রধান কার্যালয়ে ইরানের স্থায়ী মিশনের সঙ্গে রয়টার্সের তরফে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু মিশনের কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি।
/আরআইএম
Leave a reply