রাজধানীর সবজি বাজার বেশ চড়া। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে কেজিপ্রতি দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। দুয়েকটি বাদে কোনোটির দাম ৭০ টাকার কেজির নিচে নেই।
বেগুনের কেজি আবারও শতকের ঘরের কাছাকাছি। কাঁচামরিচের দরও চড়া। দুইদিনের ব্যবধানে কেজিতে ৫০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। বেগুন, করলার জন্য গুনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। শসার দাম উঠেছে শতকের ঘরে। আর টমেটোর স্বাদ নিতে হলে প্রতি কেজির জন্য গুনতে হবে ১৬০ টাকা। এদিকে, চড়া দামের সবজি কিনতে নাকাল ক্রেতারা।
মাছের আড়তেও নেই স্বস্তি। ৪শ’ টাকা কেজির নিচে নেই চাষের রুই-কাতল। আর নদ-নদী, খাল-বিলের দেশি মাছ খেতে চাইলে দিতে হবে ৮শ’ থেকে হাজার টাকার বেশি।
রফতানি বন্ধ থাকার সুফল পাচ্ছেন না ইলিশের ক্রেতারা। দাম হাকানো হচ্ছে আকাশ ছোয়া। এক কেজি ওজনের ইলিশ মিলছে ১৭শ’ থেকে ১৯শ’ টাকায়। ৭-৮শ’ গ্রামের ইলিশের জন্য গুনতে হবে ১২শ’ টাকা।
এদিকে, যোগান স্বাভাবিক থাকলেও দাম বাড়তে শুরু করেছে সব ধরনের ডালের দাম। মশুর, মুগ ও বুটের ডাল প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত।
কেজিতে ৫ টাকা কমে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে এখন ৫৫ টাকা। আর দেশি পেঁয়াজের দাম হাকা হচ্ছে ১১৫ টাকা।
/এমএন
Leave a reply