লিটন-সাকিবের ‘বাজে’ আউট, ফলো অনের শঙ্কা নিয়ে চা ‍বিরতিতে বাংলাদেশ

|

স্কোরবোর্ডে ৪০ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিলেন সাকিব আল হাসান-লিটন দাস। এই দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। তবে দুজনই থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারলেন না। ‘অপ্রয়োজনীয়’ সুইপ শটে আউট হয়ে সাজঘরে ফিরেছেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।

তাদের বিদায়ে দলীয় মাত্র ৯২ রানেই ৭ উইকেট হারিয়ে ঘোর বিপদে বাংলাদেশ। ফলো অনের শঙ্কায় পড়েছে সফরকারীরা। এই প্রতিবেদন লেখার সময় ৩৬ দশমিক ৫ ওভার ৮ উইকেট হারিয়ে ১১২ রানে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। ১২ রানে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে এখনও ২৬৪ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন আরও ৬৫ রান।

নতুন বলে রীতিমতো আগুন ঝরিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ইনিংসের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেয়েছেন এই ডানহাতি পেসার। ওভারের শেষ বলটি গুড লেংথে অফ স্টাম্পের ওপর করেছিলেন বুমরাহ। আউট সুইংয়ের আশায় ব্যাট উঁচিয়ে বল ছেড়ে দিয়েছিলেন সাদমান ইসলাম, তবে তার ধারণা ভুল প্রমাণিত হল। ইনসুইং করে অফ স্টাম্পে আঘাত হানে বল। ২ রান করে বিদায় নেন সাদমান।

এরপর দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সতর্ক ছিলেন জাকির হাসান-শান্ত। তবে লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই জাকিরকে বোল্ড করেন আকাশ দীপ। ইনিংসের ৯ম ওভারের প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে থেকে ইনসুইং করে জাকিরের মিডল স্টাম্প উপড়ে দেয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩ রান।

পরের বলটিও একই জায়গায় করেন আকাশ, ফলাফলই এসেছে একই। ঠিক যেন আগের বলে কার্বন কপি। এবার শুধু ব্যাটার বদল, জাকিরের জায়গায় মুমিনুল হক। দুই ওপেনারের ব্যর্থতার দিনে গুরু দায়িত্ব ছিল মুমিনুলের কাঁধে। তবে ব্যর্থ হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটারও। গোল্ডেন ডাক মেরে দলের বিপদ আরও বাড়িয়েছেন তিনি।

লাঞ্চ বিরতি থেকে ফিরে আর বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন তিনি। মোহাম্মদ সিরাজের আউট সুইং বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ৩০ বলে ২০ রান এসেছে তার ব্যাট থেকে।

দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি মুশফিকুর রহিমও। শান্ত ফেরার পরের ওভারেই অভিজ্ঞ এই ব্যাটার আউট হয়েছেন ১৪ বলে ৮ রান করে। বুমরার সুইং ও বাউন্স হওয়া বল মুশফিকের ব্যাটে লেগে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দুই হাতে দারুণ ক্যাচ নিয়েছেন লোকেশ রাহুল।

স্কোরবোর্ডে ৪০ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেছিলেন সাকিব আল হাসান-লিটন দাস। এই দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে দলকে এগিয়ে নেয়ার চেষ্টাও করছিলেন। তবে ২২ রান করে লিটন ফেরায় ভাঙে ৫১ রানের জুটি। এরপর সাকিবও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১তম ওভারে জাদেজার বলে ক্যাচ দেয়ার আগে ৩২ রান করেন তিনি। ৯২ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ একশো পার করে হাসান-মিরাজ জুটিতে।

২০ রানের এই জুটি ভেঙেছেন বুমরাহ। কোহলির হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন হাসান। বুমরাহ তিনটি, আকাশ-জাদেজা দুটি করে এবং মোহাম্মদ সিরাজ শিকার করেছেন একটি উইকেট।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply