আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত এক ইউপি চেয়ারম্যানকে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরে রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিনের বিরোধ চলছিলো দীঘিরপাড় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ কর্মী আরিফ হালদারের সাথে একই এলাকার বিএনপি’র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলেম খাঁর মধ্যে। জমি নিয়ে দ্বন্ধের জেরে আজ সকালে আবারও তর্কে জড়ায় তারা। এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন অন্তত ৩০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a reply