আর্জেন্টিনার দাবাড়ুকে হারালেন রানী হামিদ

|

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডের নবম রাউন্ডে জয় পেয়েছেন ৮২ বছর বয়সী দাবারু রানী হামিদ। তবে মহিলা বিভাগে বাকিদের পরাজয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনার কাছে ৩-১ গেম পয়েন্টে হেরে গেছে বাংলাদেশ।

বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে শুধুমাত্র আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদই জিতেছেন। ৯ গেম থেকে বাংলাদেশ মহিলা দলের অর্জন ১১ পয়েন্ট। ৮২ বছর বয়সে তিনি বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ড খেলেছেন তিনি। যার মধ্যে জিতেছেন সবগুলো গেমেই।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নবম রাউন্ডের গেমে চতুর্থ বোর্ডে খেলেছেন বাংলাদেশের এই আন্তর্জাতিক মহিলা মাস্টার। তার আর্জেন্টাইন প্রতিপক্ষ ছিলো মারিয়া বেলেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২। এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রাণী হামিদ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply