বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী নয়ন মিয়ার (২৬) জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) আসরের নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গুম-খুন-হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করেছিল। তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে অসংখ্যা ছাত্রদের হত্যা করেছে।
উল্লেখ্য, মোহাম্মদ নয়ন মিয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ডের বিএনপির কর্মী ছিলেন। গত ৪ আগস্ট আগস্ট রাজধানীর কাঠালবাগান এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হয়। পরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
/এএস
Leave a reply